IQNA

ভিডিও | সূরা কাফ থেকে "মিনশাওয়ি"এর মনোমুগ্ধকার তেলাওয়াত

ইকনা- সূরা কাফের ৩১ থেকে ৩৪ নম্বর আয়াত থেকে মিসরি নামে প্রসিদ্ধ ক্বারি মুহাম্মদ সিদ্দিক মিনশাওয়ীর তেলাওয়াত তুলে ধরা হল।
সূরা কাফের ৩১ থেকে ৩৪ নম্বর আয়াত থেকে মিসরি নামে প্রসিদ্ধ ক্বারি মুহাম্মদ সিদ্দিক মিনশাওয়ীর তেলাওয়াত তুলে ধরা হল।
وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ ﴿۳۱﴾
আর জান্নাতকে মুত্তাকীদের অদূরে, কাছেই আনা হবে।
هَذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ ﴿۳۲﴾
এরই প্ৰতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল—প্রত্যেক আল্লাহ্ অভিমুখী, হিফাযতকারীর জন্য
مَنْ خَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ وَجَاءَ بِقَلْبٍ مُنِيبٍ ﴿۳۳﴾
যারা গায়েব অবস্থায় দয়াময় আল্লাহ্কে ভয় করেছে এবং বিনীত চিত্তে উপস্থিত হয়েছে
ادْخُلُوهَا بِسَلَامٍ ذَلِكَ يَوْمُ الْخُلُودِ ﴿۳۴﴾
তাদেরকে বলা হবে, শান্তির সাথে তোমরা তাতে প্ৰবেশ কর; এটা অনন্ত জীবনের দিন। 3493032
 
captcha